
পাকিস্তানেরর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে তার ১৪ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)।.
গতকাল মঙ্গলবার (৯ মে) ইমরান খানকে গ্রেফতার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে হেফাজতে নেয় রেঞ্জার্স সদস্যরা। তাকে গ্রেফতারের পর আজ বুধবার (১০ মে) দলটির মহাসচিব আসাদ ওমরকে গ্রেফতার করেছে দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগ। ইমরান খানকে যে আদালতের প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়েছে তাকেও সেখান থেকে তুলে নেওয়া হয়।.
এদিকে, ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। আজ বুধবার বিকেল ৫টা পর্যন্ত পাকিস্তানের পেশোয়ারে ৪ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: