আগামী ৯ ফেব্রুয়ারি (বুধবার) থেকে আন্তঃনগর ট্রেনে শতভাগ টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকী ৫০ শতাংশ অনলাইনে পাওয়া যাবে। তবে সকল যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করতে হবে।.
গতকাল রোববার রেলওয়ের উপ-পরিচালক মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।.
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি করােনাভাইরাসের সংক্রমণ নিম্নমুখী। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে টিকা কার্যক্রম জোরদার করা হয়েছে। মানুষ করােনাপ্রতিরােধী ব্যাক্সিন গ্রহণ করে বিভিন্ন স্থানে গমন করছেন। ফলে ট্রেনে যাত্রীর চাপ বাড়ছে। তাই আন্তঃনগর ট্রেনসমূহের টিকিট বিক্রির জন্য ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: