ইচ্ছে হলেই ছুটে চলো রঙিন পাখা মেলে, স্বপ্নটাও আটকে পড়ে বাস্তবতার ভিড়ে। খেয়াল স্রোতে চলতে গিয়ে পথ হারিয়ে একা, তার কাছেই হেরে চলে কঠোর বাস্তবতা।.
থমকে দাঁড়াও গর্জে উঠো চেষ্টা করো খুব, পিছন ফিরে তাকিয়ে দেখো সবকিছু নিশ্চুপ। রক্ত ক্ষয়ে চলছো ছুটে অবাধ্য সেই পথে, আকাশ কেমন নিবিড় হয়ে রংধনু চায় ছুঁতে।.
কথার মাঝে হারিয়ে ফেলা সাহসিকতার মোড়, তুচ্ছ করে এগিয়ে চলো থাকবে মনে জোর। এবার তুমি রঙ পাবে স্বপ্নের পাবে দেখা, কেমন করে এড়িয়ে যাবে কঠিন বাস্তবতা।. .
ডে-নাইট-নিউজ / মারিয়া ভূইঁয়া
আপনার মতামত লিখুন: