নাসির মাহমুদ( লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি) : লক্ষ্মীপুরের কমলনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক ক্লাস্টার ভিত্তিক ইন- হাউস প্রশিক্ষণ ২০২৩ অনুষ্ঠিত হয়। আজ (২৬ জুলাই) বুধবার সকাল দশটায় হাজিরহাট মিল্লাত একাডেমী মিলনায়তনে কমলনগর -১ ক্লাস্টার ভিত্তিক ইন- হাউজ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র। প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন কমলনগর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো:আনোয়ার পারভেজ এবং রামগতি আছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন। অনুষ্ঠানের সঞ্চালন করেন কমলনগর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চর বসু এস এস ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজিরহাট মিল্লাত ( সরকারি) একাডেমীর প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন এবং অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ। .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: