
তানজিদ শুভ্র: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আলফা কোচিং সেন্টারের আয়োজনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে পুরষ্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। .
.
সোমবার দুপুরে শহরের পালকি কমিউনিটি সেন্টারে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলফা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হামিদ বিএসসি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মাসুদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিভিইটি কনসালটেন্ট মোঃ তৌহিদুজ্জামান, ধামর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালক মো. তানজিত প্রমুখ।.
.
অনুষ্ঠানে কোচিং সেন্টারের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির নিয়মিত ও একাডেমিক পরীক্ষায় উত্তীর্ন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন পুরস্কার এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত বিশেষ মডেল টেস্টে মেধাক্রমের মূল্যায়নে সেরাদের নগদ অর্থ সহ সম্মাননা প্রদান করা হয়।.
.
সভাপতির বক্তব্যে আলফা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হামিদ বিএসসি সকল শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে জীবন গঠনের লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। একইসাথে তাদের উদ্দেশ্যে সুনাগরিক হওয়ায় উৎসাহ প্রদান করেন। .
.
অনুষ্ঠানে টেলিকমিউনিকেশন প্রকৌশলী মো. রাকিব হোসেন এর সঞ্চালনায় কোচিং সেন্টারের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী অভিভাবকবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: