• ঢাকা
  • বুধবার, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জুয়া খেলা করতে নিষেধ করায় কালীগঞ্জে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৩৮ পিএম;
জুয়া খেলা করতে নিষেধ করায় কালীগঞ্জে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
জুয়া খেলা করতে নিষেধ করায় কালীগঞ্জে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

জুয়া খেলতে নিষেধ করায় ঝিনাইদহের কালীগঞ্জে দেশীয় অস্ত্র দিয়ে স্বামী-স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন উপজেলার ছোঠ ধোপাধী গ্রামের মুরাদ মন্ডলের ছেলে শিমুল হোসেন ও তার স্ত্রী কাকলী খাতুন।.

 সোমবার রাতে উপজেলার রাখালগাছী ইউনিয়নের ধোপাধী গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন শিমুল হোসেন জানান, তার চাচা মহসিন মন্ডল প্রায়ই তাদের বাড়ীর পাশে বাইরের থেকে লোকজন নিয়ে এসে জুয়া খেলার আসর বসাতো। প্রতিনিয়ত খেলা নিয়ে জুয়াড়ীদের মধ্যে বিবাদ গন্ডগোল হত। সোমবার রাতে জুয়া খেলা নিয়ে জুয়াড়ীদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। .

এ সময় শিমুল এগিয়ে গিয়ে তার চাচাকে জুয়া খেলা বন্ধ করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মহসিন ও তার ছেলে রতন ঘর থেকে দেশীয় অস্ত্র এনে শিমুলের মাথায় ও হাতে আঘাত করে। এ সময় শিমুলের আত্মচিৎকারে তার স্ত্রী কাকলী এগিয়ে আসলে তাকেও উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। .

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাঝহারুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন স্বামী-স্ত্রী দুজনের মধ্যে স্ত্রী কাকলী খাতুনের অবস্থা আশংকাজনক। কালীগঞ্জ থাানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা জানান, বিষয়টি তার জানা নেই। তবে এ বিষয়ে ভুক্তভোগীরা  লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।. .

ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ 

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ