বিনোদন ডেস্ক : বর্তমান সমাজে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাসি কান্না আর রোমান্টিকতায় একক নাটক কুসুম কাটা নির্মাণ করলেন বর্তমান সময়ের তরুণ মেধাবী পরিচালক সূর্য আহমেদ মিঠুন। কুসুম কাটা নাটকটি লিখেছেন জনপ্রিয় গীতিকার, নাট্যকার এবং সিনিয়র সাংবাদিক রোস্তম মল্লিক। নাটকটি নিয়ে পরিচালক সূর্য আহমেদ মিঠুনের সাথে কথা হলে তিনি বলেন, খুব যত্ন সহকারে গ্রাম ও ঢাকার বিভিন্ন লোকেশনে ইতিমধ্যে নাটকটির চিত্রায়ন শেষ করেছি। প্রবাস জীবনের একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নাটকটি নির্মাণ করেছি। আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু কোয়ালিটি কন্টেন্ট নির্মাণ করতে। আর সেই ধারাবাহিকতায় কুসুম কাটার নাটকটি নির্মাণ করেছি। অন্য দিকে নাট্যকার রোস্তম মল্লিক বলেন, আমি মানুষের জীবন থেকে নেওয়া বিষয়গুলো আমার লেখা গান, কবিতা এবং নাটকের ফুটিয়ে তোলার চেষ্টা করি। যেটা সমাজে-দেশ এবং মানুষের উপকারে আসে। আশা করছি কুসুম কাটার নাটকটি সবার মন ছুঁয়ে যাবে। নাটকটিতে অভিনয় করেছেন পলাশ লৌহ, মৌমিতা খান, পুনম, বুলবুল, প্রিয়া, তুষার বণিক, রানা, ঈশা মোহাম্মদ সহ আরো অনেকে। খুব শিগ্রই নাটকটি একটি বেসরকারী টেলিভিশন ও জনপ্রিয় একটি ইউটিউব দর্শক দেখতে পাবে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: