চলতি বছরের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার ৮৩.৯৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন। পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে গত বছরের চেয়ে এবার ফলাফল বেশ খানিকটা খারাপ হয়েছে। .
বুধবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে যশোর বোর্ডের ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক সমীর কুমার কুন্ডু। .
তিনি বলেন, গত বছর তিনটি সাবজেক্টে পরীক্ষা হওয়ায় পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা অনেক বেশি ছিল। এবার সব সাবজেক্টে পরীক্ষা হওয়ায় ফলাফল একটু খারাপ হয়েছে। .
তিনি আরও জানান, যশোর বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলার ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাসে করেছে। আর একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৬। তবে এ ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত নয়। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: