রাঙ্গুনিয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ইফতেখার ইউনুস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফির সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব চোধুরী, উপজেলা প্রোগ্রাম অফিসার মর্জিনা বেগম। আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গুনিয়া উপজেলার সুপারভাইজার মো. মোকাম্মেল হক শাহ্ । শেষে ৭ জন স্বামী পরিত্যক্তা, বিধবা ও অসহায় নারীকে সেলাই মেশিন তুলে দেয়া হয়। এছাড়া দুই দুস্থ নারীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৪ হাজার টাকা অনুদান দেয়া হয়।.
আপনার মতামত লিখুন: