শিমুল পারভেজ টিটুল রাজবাড়ী থেকে : লাইব্রেরিতে পড়তে আসা বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস স্কুলের কয়েকজন শিক্ষার্থী জানায়, ক্লাসের বইয়ের বাইরে তাদের অন্য বই পড়ার তেমন অভিজ্ঞতা ছিল না। এই লাইব্রেরি হওয়ায় তারা আনন্দিত। এখন স্কুল ছুটির পর তারা দল বেঁধে এসে গল্প, ছড়া ও উপন্যাসসহ বিভিন্ন ধরনের বই পড়তে পারছে। অনেক সময় মন খারাপ থাকে, তখন বই পড়লে তাদের মন ভালো হয়ে যায়।.
দৌলতদিয়া চাইল্ড ক্লাবের সহ-সভাপতি লাবনী আক্তার বলেন, বই পড়লে জ্ঞান বাড়ে। তাছাড়া বইয়ের মাধ্যমে নতুন নতুন অনেক কিছু জানতে পারা যায়। এই লাইব্রেরি হওয়ায় সুবিধাবঞ্চিত শিশুসহ অন্যরাও উপকৃত হবে।.
মুক্তি মহিলা সমিতির প্রকল্প পরিচালক মো. আতাউর রহমান খান বলেন, যৌনপল্লীর শিশু ও স্থানীয় সুবিধাবঞ্চিত ৭৭৫ জন শিশু নিয়ে ‘চাইল্ড ক্লাব’ নামে একটি সংগঠন রয়েছে। এই চাইল্ড ক্লাবের জন্য দুই হাজার বই সম্বলিত লাইব্রেরিটি স্থাপন করা হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুরা স্কুল ছুটি শেষে লাইব্রেরিতে এসে বই পড়ে। এখানে বসে যেমন বই পড়ার সুযোগ আছে, তেমনি রেজিস্টারে লিখে বাসায় নিয়ে গিয়েও পড়ার সুযোগ রয়েছে। পড়া শেষে বই ফেরত দিয়ে যায় শিশুরা। এছাড়া মাঝে মধ্যেই শিশুদের নিয়ে বিষয়ভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: