
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কন্ঠশিল্পী মনির খান গাইলেন বজলুর রহমান খোকন এর লেখা "এই দুনিয়ার রং তামাশা" শিরোনামের গানটি। গানটির সুর ও মিউজিক করেছেন এ সময়ের একজন মেধাবী সংগীত পরিচালক মোশারফ হোসেন (সেতু)। .
গানটি ইতিমধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে এবং অগণিত সংখ্যক ভক্ত শ্রোতাগণ বেশ উৎসাহ ভরে গানটি শুনছেন। সংবাদ মাধ্যমকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, বিগত ২১ নভেম্বর ২০২২ মালয়েশিয়া সফর শেষে বাংলাদেশে ফিরে মনির খানের নিজস্ব ইউটিউব চ্যানেল এম কে মিউজিক ২৪ এ গানটি আপলোড করা হয় এবং সাথে সাথেই গানটি দর্শক মহলে বেশ সাড়া ফেলে দেয়।টাঙ্গাইলের সখীপুর উপজেলার গীতিকার বজলুর রহমান খোকন জানান,গানটির কথা এবং প্রেক্ষাপট খুবই বাস্তবসম্মত। আর এ কারণেই গানটি এতোটা জনপ্রিয়তা পেয়েছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: