সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে দারুন খেলছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টে এখনো পর্যন্ত তারা হারেনি। ভারতকেও হারিয়ে দিয়েছে গ্রুপপর্বের ম্যাচে। সেই ধারায় সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তাদেরকে হারিয়ে দাপুটে পথচলার শেষটা রাঙাতে উন্মুখ সাইফুল বারী টিটুর শীর্ষরা। স্থানীয় সময় বেলা ৩টায় শুরু হবে শিরোপা লড়াই। .
বাংলাদেশই একমাত্র অপরাজিত দল হয়ে উঠেছে ফাইনালে। আর প্রথম পর্বে ভারত ৩ ম্যাচে দুটিতে জয়, হার একটি। তবে দলটি আক্রমণভাগের শক্তি দেখিয়েছে ওই তিন ম্যাচে ১৮ গোল করে। অন্যদিকে, সবচেয়ে কম গোল (১টি) হজম করা দল বাংলাদেশ। .
বাংলাদেশের এই কোচ বলেন, ফাইনাল সবসময়ই ফাইনাল। ভারত খুবই ভালো দল। আমার মতে সেরা দুই দলই ফাইনালে উঠেছে। ফাইনালে যেকোনো কিছুই হতে পারে। দুই দলের শক্তির জায়গাগুলোকে সম্মান দিতে হবে এবং একে অন্যের দুর্বলতা কাজে লাগাতে হবে। এভাবেই একটা ফাইনাল খেলা হয়। আমরা উপভোগ্য একটা ফাইনালের অপেক্ষায় আছি। মেয়েরা মুকুট পরার জন্য কঠিন পরিশ্রম করেছে। একটা স্মরণীয় ফাইনালের অপেক্ষায় আমরা। .
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতি (৫টি)। এছাড়া ফাতেমা আক্তার, ক্রানুচিং মারমা, সাথী মুন্ডা, থুইনুই মারমা, আলপি আক্তার ও অপির্তা বিশ্বাসও জালের দেখা পেয়েছেন একবার করে। .
অধিনায়ক অপির্তার কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। দলের প্রতি অটুট আস্থা তার। বললেন, পরিশ্রমের ফল পেতে তর সইছে না তাদের। আমাদের দল বেশি দিনের দল না। মাত্র দুই মাসের একটা দল। তারপরও আমরা পারফরম্যান্স করছি। সবাই ভালো করছে। আমি দলের অধিনায়ক হিসেবে বলছি, আমার দল ভালো কিছুই করবে। মেয়েরা এতদিন কঠিন পরিশ্রম করেছে। ফাইনালে তারা সর্বোচ্চটা দিয়েই খেলবে।.
এদিকে ভারতের কোচ মুত্তাহর বলেন, গ্রুপ পর্বে যা হয়েছে, ভুলে গেছি। স্বীকার করছি, আমাদের কিছু ভুল ছিল, তবে আমরা বিশ্বাস করি আমাদের খেলা আসলেই ভালো ছিল। এখন আমরা উজ্জীবিত। মেয়েরা ফাইনাল খেলতে মুখিয়ে আছে। আমরা নেপাল-ভুটানের বিপক্ষে খুব বেশি সমস্যায় পড়িনি। যেসব ভুল ছিল সেগুলো মামুলি ভুল। তারা বুঝতে পেরেছে তাদের ভুল ছিল। এই ভুলগুলো কিভাবে শোধরানো যায় সেটাও তারা জানে। সন্দেহ নেই, আমার মেয়েরা অবশ্যই আরও ভালো ফুটবল খেলবে।. .
ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান
আপনার মতামত লিখুন: