আজ পারভেজ হুসেন তালুকদার এর জন্মদিন
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:২৮ এএম; আজ পারভেজ হুসেন তালুকদার এর জন্মদিন
বয়স খুব বেশি নয়। ছড়া লিখে অনেক পাঠকের কাছে পরিচিত নাম পারভেজ হুসেন তালুকদার। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জটিচর গ্রামের কিশোর পারভেজ দেশের গণ্ডি পেরিয়ে নিয়মিত লিখছেন দেশের বাইরে থেকেও প্রকাশিত নানা সাহিত্য বিষয়ক কাগজে।
পারভেজ লেখালেখির পাশাপাশি নিজের সম্পাদনায় প্রকাশ করেন কাব্য কিশোর এবং মুক্তকথন নামে দুটি পোর্টাল। এছাড়াও তিনি আলোর মিছিল ম্যাগাজিনের শিশু কিশোর পাতা সম্পাদনা করে আসছেন।
পারভেজ হুসেন তালুকদারের ছড়াগুলো শিশুসাহিত্য প্রধান হলেও তার কবিতায় ফুটে উঠে দ্রোহ, সাম্য, নারীপ্রেম সহ বিভিন্ন সামাজিক বিষয়। পারভেজের প্রকাশিত বই- ছড়ার ঝলক, মজার পড়া ছন্দ ছড়া, স্মৃতির আলপনায় কাব্য, চাওয়া না চাওয়া। এছাড়াও তিনি বেশ কিছু যৌথগ্রন্থ প্রকাশ করেছেন।
বাবা মোঃ আবুল কাশেম তালুকদার আর মা সুলতানা পারভীনের বড় ছেলে পারভেজ হুসেন তালুকদার জন্মগ্রহণ করেন ২০০৫ সালের ২৩ আগস্ট। গচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে মাধ্যমিকের শুরু করেন গচিয়া শামসুদ্দিন শিকন্দর উচ্চ বিদ্যালয়ে। সিলেট শিক্ষাবোর্ড থেকে আসন্ন মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তিনি।
.
ডে-নাইট-নিউজ /
লাইফস্টাইল বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: