বৈশ্বিক মহামারি প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ জুড়ে দ্রুতগতিতে টিকাদান কার্যক্রম এগিয়ে চলছে। গত ২৪ ঘন্টায় দেশে টিকা গ্রহণ করেছেন ২৭ লাখ ৯১ হাজার ৬১৪ জন মানুষ। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১৫ লাখ ৮৯ হাজার ৯১৩ জন। এছাড়াও দ্বিতীয় ডোজ নিয়েছেন ১১ লাখ ৩৯ হাজার ৫৯৪ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ১ লাখ ২ হাজার ১০৭ জন।.
গতকাল ২৩ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. মিজানুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।.
উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি দেশে করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। দেশে বর্তমানে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা, সিনোফার্ম, সিনোভ্যাক ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: