বৈশ্বিক মহামারি প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে আরও ২ হাজার ২৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ২৮ হাজার ১৩২ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৬ হাজার ৫১১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৬০ লাখ ২৯ হাজার ৭৬১ জনে।.
আজ বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।.
য়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে একদিনে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জার্মানিতে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৭৫৯ জন এবং মারা গেছেন ৯৬ জন।.
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৩৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ১৬ হাজার ১৫৯ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮ কোটি ২৪ লাখ ১৬ হাজার ৬৮৭ জন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: