দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা চকচকা পল্লী উন্নয়ন ক্লাবের আয়োজনে আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’।.
গত সোমবার বিকালে স্থানীয় এলাকার নারী,পুরুষ,শিশু কিশোরসহ সব বয়সের মানুষের উপস্থিতির মধ্যদিয়ে উপজেলা চকচকা ডাঙ্গা মাঠে ৫টি দলের অংশগ্রহনে শুরু হয় পাতা খেলা। তান্ত্রিকেরা ঘটির পানিতে হাত ভিজিয়ে মাঠের বিভিন্ন পাশে থাকা খেলোয়াড়দের অবস্থান বুঝে মাটিতে হাত রেখে শুরু হয় মন্ত্র পড়া। তান্ত্রিকের মন্ত্রের জোরে মানুষ রুপি পাতাকে নিজের দখলে নেয় তান্ত্রিকেরা এর মধ্য দিয়ে পাতা খেলার বিজয়ী নির্ধারন করা হয়। পাতা খেলায় বিজয়ীদের পুরুস্কার হিসাবে দেওয়া হয় একটি খাসি ও বিজীত দলকে পুরুস্কার হিসাবে দেওয়া হয় ২টি চিনা হাস।.
.
খেলায় পুরুস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর যুবদলে সদস্য সচিব মানিক মন্ডল। এসময় পৌর সেচ্ছা সেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান ফিজার, যুব দলের যুগ্ম আহবায়ক বকুল মন্ডল, খেলা আয়োজক কমিটির সন্ময়ক যাদুকর আবু তাহের প্রমূখ উপস্থিত ছিলেন।
.
.
ডে-নাইট-নিউজ / মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর)
আপনার মতামত লিখুন: