• ঢাকা
  • মঙ্গলবার, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

দাম নিয়ে শঙ্কায় ঝিনাইদহের পাট চাষিরা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৯ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৬:০৭ পিএম;
দাম নিয়ে শঙ্কায় ঝিনাইদহের পাট চাষিরা
দাম নিয়ে শঙ্কায় ঝিনাইদহের পাট চাষিরা

ঝিনাইদহের পাট চাষিরা এখন পাট কাটতে, পানিতে জাগ দিতে, আবার কেউবা পাট থেকে পাটের আঁশ ছড়াাতে ব্যবস্ত সময় পার করছেন। চাষিরা জানান, গত বছর পাটের দাম ভালো হওয়ায় পাট চাষে আগ্রহ বাড়েছে। তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত পাটের বাজার ভালো থাকলেও শেষ পর্যন্ত থাকবে কিনা এ নিয়ে শংকায় পড়েছে তারা। ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর এর পাট চাষি মিজানুর রহমান বলেন, আগে পাটের ভালো দাম না পাওয়ায় অন্য ফসলের দিকে ঝুকেছিলেন। কিন্তু দু'বছর পাটের দাম ভালো পাচ্ছি। বিশেষ করে গত বছর প্রতিমণ পাট বেশি দামে বিক্রি করতে পেরেছি। এ কারণে চাষিরা আবারো পাট আমাদের দিকে ঝুঁকে পড়েছে। চলতি মৌসুমী পাট চাষের জন্য আবহাওয়া অনুকূলে থাকায় পাট ভালো হয়েছে। আনোয়ার নামে এক পাট চাষি জানান, চলতি বছরে নতুন পাটের প্রতিমণ বর্তমান বাজার দাম ২ হাজার ২ শত থেকে ২ হাজার ৫ শত টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে বাজারে যথেষ্ট পরিমাণে পাট উঠা শুরু হলে দাম কেমন হবে সে বিষয়ে আশঙ্কায় আছি। ঝিনাইদহের শহরের পাট ব্যবসায়ী জাহিদুর রহমানের সাথে কথা বলে জানা গেছে, তারা বর্তমানে প্রতি মণ পাট ২ হাজার থেকে আড়াই হাজার টাকা দরে কিনছেন। ঝিনাইদহর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ২২ হাজার ৬ শত ৬০ হেক্টর জমিতে পাট আবাদ করেছে চাষিরা।.

.

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ

কৃষি বিভাগের জনপ্রিয় সংবাদ