
আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে সারাদেশে চলা বৃষ্টি একেবারেই কমে গেছে। তবে আগামী দু’দিন পর বাড়তে পারে বৃষ্টিপাত। আজ বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। .
পূর্বাভাসে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ বিহার বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।.
বৃহস্পতিবার সকালে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: