• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে শীতের প্রকোপ তিনদিন দিন দেখা নেই সূর্যের বিপর্যস্ত জনজীবন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৩৯ পিএম;
ফুলবাড়ীতে শীতের প্রকোপ  তিনদিন দিন দেখা নেই সূর্যের  বিপর্যস্ত জনজীবন
ফুলবাড়ীতে শীতের প্রকোপ তিনদিন দিন দেখা নেই সূর্যের বিপর্যস্ত জনজীবন

দিনাজপুরের ফুলবাড়ীতে দিন দিন বেড়েই চলেছে শীতের প্রকোপ। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পুরো উপজেলা। দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্য্যের। তাপমাত্রা কমে যাওয়ায় পথেঘাটে মানুষের চলাচলও কমেছে।.

 .

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।.

 .

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন আবহাওয়ার এসব তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার  দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ এবং বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।.

 .

সরেজমিনে দেখা গেছে, গত তিন চারদিন রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় এবং দিনভর হিমেল হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। তবে সংসার ও পরিবারের চাহিদা মেটাতে নিম্ন আয়ের দিনমজুর মানুষরা শীতকে আর কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন।.

 .

ভোরে ঘন কুয়াশার থাকার কারণে বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা।.

 .

এমন অবস্থায় দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, শীত বা ঠান্ডা কিছুটা বেশি অনুভূত হলেও আপাতত আগামী ১০ দিন শৈত্যপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। কিন্তু এই কয়দিন দেশের অন্যান্য অঞ্চলে স্বাভাবিক ঠান্ডা অনুভূত হলেও উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা নামতে পারে। ফলে এসব অঞ্চলে শীতও বেশি অনুভূত হতে পারে।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

আবহাওয়া বিভাগের জনপ্রিয় সংবাদ