দিনাজপুরের ফুলবাড়ী থানায় শত্রæতা বসত মই দিয়ে ও কিটনাশক প্রয়োগ করে রোপনকৃত ধানের গাছ মেরে ফেলার অভিযোগ করেছেন কৃষক মোঃ রাশেদুজ্জামান মন্ডল।
অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নের বাসুদেবপুর মৌজার তেলিপাড়া গ্রামে অবস্থিত মোঃ রাসেদুজ্জামান মন্ডল পত্রিক সুত্রে ৪৯ শতক জমি প্রাপ্ত হন। দির্ঘদিন যাবৎ তিনি নিজে কখন আদিয়ার দ্বারা চাষবাদ করে আসছেন। এবারও তিনি বাসুদেবপুর তেলিপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র মোঃ ফয়জার শেখ (শুধু) আদিয়ারকে দিয়ে জমিতে বোরো ধান রোপন করান । রোপনের ১৩ দিনের মাথায় কে বা কাহারা জমিতে মই দিয়ে রোপনকৃত ধানের গাছ নষ্ট করে দেয়। ঘটনার সাথে জড়িত কাউকে পাওয়ায় যায় নাই। জমিতে ধান রোপনের সময় থাকায় আবারো মিনিকেট ধান রোপন করা হয়। এবং ব্যপক নজরদারিতে রাখা হয়। এর ভিতরেই গত ৩ মার্চ ২০২২ইং তারিখে আবারো কে বা কাহারা কিটনাশ প্রয়োগ করে ৪৯শতকের সর্ম্পুন ধানের গাছ নষ্ট করে দেয়।
কৃষক রাশেদুজ্জামান মন্ডল বলেন, বাবা মারা যাবার পর থেকে আমি এই জমি আবাদ করে আসছি । আমি কোন বারেই এমন শত্রতার স্বীকার হই নাই । এসবার দুই দফা জমিতে ধান রোপন করলাম দুইবারেই আমার জমির ধান নষ্ট করা হলো। এর সাথে কারা জড়িতো আমি বুঝে আসতে পারছি না। তাই ফুলবাড়ী থানায় অজ্ঞাত নামে একটি অভিযোগ করেছি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম বলেন, আমি জমির ধান নষ্ট করার অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে কে এই অপকর্মের সাথে জড়িত। খুব শিঘ্রই অপরাধিকে আইনের আওতায় নেওয়া হবে।.
ডে-নাইট-নিউজ / ফুলবাড়ী দিনাজপুর
আপনার মতামত লিখুন: