বৈশ্বিক মহামারি প্রাণঘাতি করোনা ভাইরাসে শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৬৭ হাজার ৬৭৪ জনে এবং করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ কোটি ১ লাখ ৮৭ হাজার ৭৩৬ জনে। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৯ কোটি ৩৫ লাখ ৫ হাজার ৮৩২ জন।.
আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে আজ মঙ্গলবার সকাল ১১টার সময় এসব তথ্য পাওয়া গেছে।.
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ সবচেয়ে বেশি ৫৩৩ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। তবে সবচেয়ে বেশি ৩ লাখ ৯ হাজার ৭৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়।.
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের এবং শনাক্ত হয়েছে ২৩৯ জনের। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১২ জনে।.
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: