ডে-নাইট নিউজ: রাজধানীর কুড়িল চৌরাস্তায় র্যাব এর বিরুদ্ধে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে অপপ্রচার না করার দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৬ এপ্রিল) দুপুর ১২ টায় কুড়িল চৌরাস্তা প্রধান সড়ক থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত সর্বস্তরে মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। .
পথসভা থেকে বক্তারা বলেন, আমরা র্যাবের প্রতি আস্থাশীল, র্যাব আমাদের সত্যিকারের বন্ধু। র্যাব আছে বলেই আমরা শান্তিতে বসবাস করতে পারছি। মানবিকতা দিয়ে অপরাধ দমনে র্যাবের সাফল্য নজিরবিহীন, আমরা চাই র্যাবের এ ধারা অব্যাহত থাকুক। আমরা অন্য কোন সংস্থা থেকে র্যাবকে বেশি বিশ্বাস করি কারণ র্যাব এর প্রতি আমাদের আস্থা বেশি, র্যাব দেখলে সত্যিকারের অপরাধিরা পালিয়ে যায়। র্যাব জঙ্গীবাদ দমনে বিশেষ অবদান রেখেছে, এদেশের সাধারণ মানুষ র্যাব এর প্রতি পূর্ণ আস্থা রেখেছে।.
মানববন্ধন কারীরা আরও বলেন, দেশ বিরোধী অপশক্তি দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য র্যাবের বিরুদ্ধে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে অপপ্রচার লিপ্ত হচ্ছে। আমরা চাই গণতন্ত্রকামী সাধারণ মানুষ চাই সরকার এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, র্যাবের হাতকে আরও শক্তিশালি করুক। .
সাধারণ মানুষেরা বলেন, র্যাব ছিলো, র্যাব আছে, র্যাব থাকবে ইনশাল্লাহ।. .
ডে-নাইট-নিউজ / Rafiz Hasan
আপনার মতামত লিখুন: