• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে ছয় হাজার কৃষকের মাঝে সার বীজ ও প্রণোদনা প্রদান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৪৪ পিএম;
লক্ষ্মীপুরে ছয় হাজার কৃষকের মাঝে সার বীজ ও প্রণোদনা প্রদান
লক্ষ্মীপুরে ছয় হাজার কৃষকের মাঝে সার বীজ ও প্রণোদনা প্রদান

আব্দুল মালেক নিরব: জেলায় বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসন কর্মসূচি আওতায়, ছয় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে নগদ অর্থ, সার ও বীজ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। বুধবার (১৩নভেম্বর) সকালে, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের সুচনা করেন।.



লক্ষ্মীপুর খামারবাড়ীর উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ এর সভাপতিত্বে,
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি কমিশনার (ভূমি) অভি দাস।.



প্রধান অতিথির বক্তব্যে রাজিব কুমার সরকার  বলেন, এদেশের কৃষকরাই আমাদের অর্থনীতির চাকা সচল করে রেখেছেন। কৃষকরা ভালো থাকলেই দেশ ভালো থাকবে, আর দেশকে ভালো রাখতে হলে কৃষকদেরকেও ভালো রাখতে হবে। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় এ অঞ্চলের কৃষকরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষকদের পুনর্বাসনের কার্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এ সার বীজ ও প্রণোদনা প্রদান করা হচ্ছে। এসময় উন্নত, সমৃদ্ধ ও আধুনিক কৃষি নির্ভর দেশ গড়ে তুলতে কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।.



সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইমাম হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ উপস্থিত কৃষকদের হাতে সার বীজ তুলে দিয়ে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন। ধারাবাহিক ভাবে সদর উপজেলার ছয় হাজার কৃষক এই কর্মসূচির আওতায় সুবিধা ভোগ করবেন বলে জানা গেছে।. .

ডে-নাইট-নিউজ /

কৃষি বিভাগের জনপ্রিয় সংবাদ