সিলেটের বিশ্বনাথ পৌরসভার বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের মধ্যবর্তী তিন রাস্তার মুখে রাতের আধাঁরে গেইট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ জানুয়ারী মঙ্গলবার বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এলাকাবাসীর পক্ষে মহরমপুর গ্রামের মৃত মনোহর আলীর পুত্র মোঃ সাজ্জাদ আলী লিখিত অভিযোগে জানান, বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের অন্তর্গত বিশ্বনাথ সরকারী কলেজ রোড বিশ্বনাথ টু জগন্নাথপুর বাইপাস রোড সংলগ্ন তিন রাস্তার মুখ মহরমপুর, বৈদ্যকাপন, সুড়িরখাল, সেনারগাঁও যাহা ভোগশাইল রাস্তার সাথে বর্ণিত রাস্তা সংযুক্ত হইয়াছে।উক্ত রাস্তার সামনে রাতের আধাঁরে অবৈধভাবে সরকারী রাস্তার উপর গেইট নির্মাণ করে প্রতিবন্ধকতার সৃষ্টি করিতেছেন। উক্ত গেইট নির্মাণের ইস্যু করে যে কোন ধরনের প্রাণনাশের আশংকা রয়েছে এবং তাহারা ক্ষমতাশালী ব্যক্তিবর্গ হওয়ায় তাহাদের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা কাহারও নাই। .
.
আমাদের এলাকাবাসী তাদেরকেও আপত্তি দেওয়া স্বত্তেও তাহারা আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক সরকারী রাস্তার উপর গেইট নির্মাণ করিতেছেন। এলাকাবাসীর পক্ষে দায়েরকৃত উক্ত অভিযোগপত্রে গেইট নির্মাণের সাথে জড়িত তিন জনের নাম উল্লেখ করা হয় তারা বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের বৈদ্য কাপন গ্রামের ১/ আব্দুল আহাদ গং, পিতা-মৃত আব্দুল জব্বার, ২/ আব্দুল করিম , পিতা-মৃত আরশ আলী ও ৩/ আজমান খান, পিতা- হারুন খান। অভিযোগ প্রসঙ্গে ইউ.এন.ও সুনন্দা রায় সাংবাদিককে জানান, সরকারী রাস্তায় গেইট নির্মাণের একটি অভিযোগ আমি পেয়েছি। এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য বিশ্বনাথ উপজেলা প্রকৌশলীকে আহবান জানিয়েছেন। বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী আবু সাঈদ জানিয়েছেন আমি খোঁজ নিয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।. .
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান,বিশ্বনাথ(সিলেট)থেকে::
আপনার মতামত লিখুন: