• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

 ‘ক্যাসিনো সম্রাটের’ জামিন বাতিল, ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৫৩ পিএম;
 ‘ক্যাসিনো সম্রাটের’ জামিন বাতিল, ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
 ‘ক্যাসিনো সম্রাটের’ জামিন বাতিল, ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

রাজধানীতে ক্যাসিনোকান্ডে অভিযুক্ত মূলহোতা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন আদেশ বাতিল করেছে হাইকোর্ট। সেই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।.

আজ বুধবার সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।.

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৬ থেকে তিন শর্তে ৯ জুন পর্যন্ত জামিন পেয়েছিলেন সম্রাট। যা বাতিল করলেন হাইকোর্ট।.

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন সম্রাটের উন্নত চিকিৎসা দরকার বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান। গত সোমবার গণমাধ্যমকে তিনি জানান, সম্রাটের চিকিৎসার বিষয়ে বোর্ড মিটিং হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে তার উন্নত চিকিৎসার প্রয়োজন। তার চিকিৎসা দেশেও হতে পারে, বিদেশেও হতে পারে।.

উল্লেখ্য, সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। মামলা চারটি হলো- অস্ত্র, মাদক, অর্থপাচার এবং দুদকের দায়ের করা মামলা। বর্তমানে দুদকের দায়ের করা মামলা ছাড়া সব মামলায় তিনি জামিনে রয়েছেন। .

.

ডে-নাইট-নিউজ /

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ