মিজানুর রহমান মিজান.
.
সাতই মার্চের ভাষণ.
হার মানে আইয়ুবের শাসন।।.
কণ্ঠে ছিল যাদুমাখা, দেশ স্বাধীনের পড়ল সাড়া.
আবাল-বৃদ্ধ পাগলপারা, মুজিব বাংলার গুণধন।।.
প্রতি শব্দে জাগে শিহরণ, বাঙ্গালীর চেতনায় নব জাগরণ.
জান বাঝি রাখে সর্বজন, অস্ত্র ধরে মন্ত্রের আস্বাদন।।.
১৬ ডিসেম্বর বিজয় হল, ১০ জানুয়ারী নেতা এল.
পাক বাহিনী খতম হল, এবার লক্ষ্য দেশ গঠন।।.
ভিন্ন ধারায় বহে স্রোত, অজানিত বিস্মৃতির পথ.
সুখ স্মৃতি লিখার অভিমত, সত্য নিষ্ঠায় যেন অসাধারণ. .
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান
আপনার মতামত লিখুন: