
হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে আজ সোমবার কঠোর নিরাপত্তায় আদালতে আনা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও রিসোর্টকান্ডের ঘটনায় থানায় দায়ের করা ধর্ষণ মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণের জন্য তাকে আদালতে নেয়া হয়েছে।.
সোমবার সকাল ১১টার দিকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। নারায়ণগঞ্জের নারী ও শিশু আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এই সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর। তিনি জানান, মামুনুক হকের বিরুদ্ধে রিসোর্টের ৪ জনের সাক্ষ্য নেওয়া হবে।.
এর আগে গত ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করার ধর্ষণ মামলায় বিচারকাজ শুরুর আদেশ দেয়া হয়। ২৪ নভেম্বর প্রথম দফায় মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: