• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কক্সবাজারে গাড়ি চাপায় ৬ ভাইয়ের মৃত্যু, চালকের আমৃত্যু কারাদণ্ড


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:১৮ পিএম;
কক্সবাজারে গাড়ি চাপায় ৬ ভাইয়ের মৃত্যু, চালকের আমৃত্যু কারাদণ্ড
কক্সবাজারে গাড়ি চাপায় ৬ ভাইয়ের মৃত্যু, চালকের আমৃত্যু কারাদণ্ড

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় গাড়ি চাপায় ৬ ভাই নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গাড়ি চালক সাইফুলকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত। .

আজ রবিবার (১১ জুন) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মামলার একমাত্র আসামি সাইফুলকে আমৃত্যু কারাদণ্ডের রায় প্রদান করেন। এছাড়াও রায়ে সাইফুলকে ১ লাখ টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করেন। .

দণ্ডিত সাহিদুল ইসলাম বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরপাড়া এলাকার আলী জাফরের ছেলে।.

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম। .

তিনি জানান, দণ্ডিত সাইফুলের বিরুদ্ধে দণ্ড বিধি ৩০২ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন। .

উল্লেখ্য, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে মন্দিরে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানের প্রস্তুতি করতে গিয়ে চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারের নার্সারি গেইটের সামনে ৭ ভাই ও ২ বোন রাস্তার পাশে দাঁড়ালে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ৬ ভাই-ডা. অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল, স্মরণ সুশীল রক্তিম সুশীল গুরুতর জখম হয়।  এ সময় তারা চিৎকার করলে মৃত্যু নিশ্চিত করার জন্য চালক গাড়ি পেছনে নিয়ে পুনরায় তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৫ ভাই এবং পরে চিকিৎসাধীন অবস্থায় অপর এক ভাইয়ের মৃত্যু হয়।.

পিপি ফরিদুল বলেন, ‘এ ঘটনায় নিহতদের ভাই প্লাবন সুশীল চকরিয়া থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ তদন্ত করে চালক সাহিদুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ দু'পক্ষের যুক্তি গ্রহণ ও সাক্ষ্য প্রমাণ শেষে একমাত্র আসামি সাইফুলকে ৩০২ ধারা মতে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন। মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করা হয় বলে জানান পিপি। .

রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।. .

ডে-নাইট-নিউজ /

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ