• ঢাকা
  • বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

গানে গানে শ্রদ্ধা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৩ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:৫০ পিএম;
গানে গানে শ্রদ্ধা
গানে গানে শ্রদ্ধা

গানে গানে শ্রদ্ধা .

শ্রীকান্ত চৌধুরী .

****************.

ভগবানকে দেখিনি আমি.

আমার বাবাকে দেখেছি.

মা বাবার চরণ তলে.

আমি স্বর্গ পেয়েছি ৷৷ঐ ৷৷.

আমি তীর্থ করতে চাইনা যেতে.

গয়া আর কাশি.

গ্রাম শান্তিনিকেতন কাশি আমার.

গয়া ইছামতি ৷২৷.

যে মাটির ধুলা মেখে.

এই দেহ পেয়েছি ৷৷ঐ ৷৷.

আমি চাইনা ঈশ্বর দরশন.

স্বর্গে যেতে চাইনা.

মা বাবার চরণ সেবা.

করতে মনেরই বাসনা ৷২৷.

আমার মা বাবা পরম গুরু.

ভাবি দিবানিশী ৷ঐ ৷.

ওমন জ্যান্ত ভগবান মা বাবার.

না রাখি খোঁজ খবর.

কোথা গিয়ে খোঁজ.

মাটির তৈয়ারী ঈশ্বর ৷২৷.

অধম শ্রীকান্ত বলে.

মায়ের চরণ অভিলাসী.

অধম শ্রীকান্ত বলে.

বাবার চরণ অভিলাসী ৷ ঐ ৷৷. .

ডে-নাইট-নিউজ / শ্রীকান্ত চৌধুরী 

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ