• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

চিতায় জন্মভূমি 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৫১ পিএম;
চিতায় জন্মভূমি 
চিতায় জন্মভূমি 

চিতায় জন্মভূমি 
ইভা আলমাস 
.

চিতায় জ্বলে জীবন্ত লাশ 
পোড়া গন্ধ শহর জুড়ে 
আর্তনাদে বাতাসের ঢেউ আছড়ে পড়ে দক্ষিণের বারান্দায়। .

স্তব্ধ আমি ঠাঁয় বসে আছি 
লাশের ভিড়ে লাশ গুনি 
এক, দুই, তিন....
ইজি চেয়ারের পা ভাঙার শব্দে
আমি জ্ঞানশূন্য ভূলুণ্ঠিত। .

লাশ পোড়া গন্ধে বাতাস ভারী 
কখন যেন বাতাসও ভেঙে পড়বে!
লাশগুলো শুধু পোড়া দেহ নয় 
আহার, স্বপ্ন, বাসস্থান সব পুড়ে ছাই। .

কী জবাব  তোমার জন্মভূমি?
কত লাশ কত স্বপ্ন পোড়াবে তুমি?
আর কত হায়েনার আবাস হবে?   কত  গণ কবর তোমার চাই? 
তবে কি স্বাধীনতাকে খুঁজে 
ফেরো বিভৎসতায়?  .

চেয়ে দেখো মা
তোমার সন্তানেরা বড় অসহায় আজ..... .

ডে-নাইট-নিউজ / ইভা আলমাস 

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ