জীবন গেল
মিজানুর রহমান মিজান.
অশান্তিতে জীবন গেল
শান্তি ধরা দিল না
কপালে কি শান্তি ছিলো না।।.
শান্তির খোজে কত ঘুরলাম
অশান্তিরই দেখা পাইলাম
শান্তির সুবাতাস বহে না।।.
আশ্রয় নেই যে কুলে
দুদিন পরে ভেঙ্গে দুলে দুলে
অবশেষে দেখি সকলেই যাতনা।।.
নদী বয়ে চলে ভাটি পানে
কখন কোথায় আটকে কেবা জানে
দয়াময় দয়াল যিনি তার খেল কারখানা।।.
কারো জীবন কাটে গাছের তলে
কারো জীবন ভিক্ষায় চলে
অসহায়ের সহায় সাই রাব্বানা।।.
.
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান
আপনার মতামত লিখুন: