• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

দিনান্তে দুপুর 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:৩৭ পিএম;
দিনান্তে দুপুর 
দিনান্তে দুপুর 

দিনান্তে দুপুর .

মিজানুর রহমান মিজান .

এলাম ভবে,যাবো কবে, অজানা সবে .

ঘুরে ফিরে, যাবার তরে, হবে যবে .

সময় নেই বিরতির।। .

জেনে শুনে,পরলোভে হন্যে, মত্ত প্রতারণায় .

লোভের আকর্ষণে, শক্তি প্রদর্শনে, সদা ভাবনায় .

দুর্বল পেয়ে, আসে ধেয়ে, আচরণ অস্থির অধির।। .

কিবা চায়, কিবা পায়,নাহি সুস্থির .

শুধু পায়,বলে খায়, এ ধান্ধায় অস্থির .

বড় বড় কথার বুলি ছুড়ে , সত্য চায় লুকাতে।। .

নিয়ম নীতির, বিসর্জনে অধির, শুধু শক্তির বাহার .

মুখের জোর, গায়ের সুর, কথা প্রবঞ্চনার .

নিতে আশ্রয়, সদা ব্যস্তময়, অংকে গরমিল প্রথমাতে।। .

তার নীতি, অনন্ত অনাদি, বিলম্ব সয়না .

অন্যের বেলা, করে খেলা, বিলম্ব মানে না .

তার নীতি অটুট থাকুক দিনান্তে দুপুর।। .

জয়নগরের কুঠির হতে ৩/১০/২১ ইং। . .

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান 

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ