জাপান থেকে মেট্রোরেলের ৮টি বগি ও চারটি ইঞ্জিন নিয়ে আরও একটি চালান মোংলা বন্দরে পৌঁছেছে। এটি মেট্রোরেলের ৭ম চালান। .
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে চালানটি নিয়ে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে থাইল্যান্ড পতাকাবাহী জাহাজ এসপিএম ব্যাংকক। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।.
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর জাপানের কোবে বন্দর থেকে ৮টি বগি ও ৪টি ইঞ্জিন ছাড়াও মেট্রোরেলের আরও ৪৪টি প্যাকেজের ৪৯০ মেট্রিক টনের সরঞ্জাম এসেছে। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: