নিথর বিকেল.
দোদুল পার্থ.
.
এখনো অপেক্ষা করে সুরেলা বাউল একতারা হাতে পাখিদের কলরবে কান পেতে --.
এখনো অপেক্ষা করে মুক্তমনা বাতাস সবুজ শস্যের আলপথে।.
একদিন পুরোটা বিকেল হাঁটবো তোমার কাঁধে হাত রেখে।.
হাঁটতে হাঁটতে চলে যাবো জ্যোস্না বিহারে নিঝুম সন্ধ্যার গভীরে।.
কুমারী রাত্রির বুকে ঢেলে দেবো অবিকল দিগন্ত ছোঁয়া রঙ, রঙের প্রান্তরেখায় হেসে উঠবে সিঁদুর বরণ ভোর।.
পাশাপাশি হাঁটবে তুমি আঁধারপুরের আলোর দয়িতা হয়ে।.
পাখিরা ফিরবে সব চিনে চিনে নিজের ঘর। .
আমিই থাকবো শুধু পথভোলা যাযাবর।.
.
এখনো অপেক্ষা করে আইবুড়ো তৃষ্ণা --.
ভরা বসন্তর দিনে মধুকর খুঁজেফেরে মধুমঞ্জুরী নিরবোধি বাসনা জ্বেলে বুকে।.
এই চর্চিত সময় বানের জলের মতো ভেসে যায় --.
অপেক্ষা নিশ্চুপ হয়ে বসে থাকে কালো মুখে ।.
দুপুর গড়ায়, বিকেল গড়ায়, সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে,.
একটা নদী তবু নিরবোধি বয়ে চলে মোহনার পানে।.
ডানে তুমি নাই, বামে তুমি নাই, সামনে পিছনে কোথাও তুমি নাই !.
তবু তুমি আছো অপেক্ষাতে।.
আমার বেলা -অবেলায় যুক্তিবিহীন শর্তহীন কল্পনার গৃহস্থালিতে তুমি এক স্বপ্নবতী দীর্ঘশ্বাস।.
আমার মৌনতা আমার উদাসী সময়, আমারি ডুবে ভেসে ওঠা স্বপ্ন বিলাসী নাও --.
এখনও তুমি অপেক্ষার ঝুলন্ত সাঁকো, ভেতরের নীল,.
বাইরে শুধু্ সুখে অনাবিল।. .
ডে-নাইট-নিউজ / দোদুল পার্থ
আপনার মতামত লিখুন: