• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নেহাত অভিশাপ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১১:২২ এএম;
নেহাত অভিশাপ
নেহাত অভিশাপ

নেহাত অভিশাপ.

মুহাম্মদ সায়েস্তা মিয়া.

 .

যদি কোনো দিন কোনো আবেদ আমাকে স্মরণ করে।.

আমি তাকে সালামের উত্তর দেব।.

আমি শান্তির জন্য আত্মদোয়া দেব।.

তাকে বলে দেব আমার আয়ুস্কালের পুনঃভিত্তি যেন সাধকের জীবনে না আসে।.

তা যেন রুখে দেয়।.

আমি বুঝেছি ক্ষুধার্থ পেটের হাহাকার, .

আমি বুঝেছি শুন্য পকেটের আর্তনাদ।.

আমি বুঝেছি নিধারুন শোকে,.

মা- মণি আর নাজু'র অস্তিরতা।.

কেউ কোনোদিন বাম হাত, অথবা ডান হাতের মুষ্টি উগলে ছোয়াব কামাবার উচ্ছাও করেনি।.

যেমনটি; ব্যর্থ পরিবার প্রধান বড্ড বোঝার এক জড়জীব ছিল।.

ছিলনা এ ধরার বড় কেউ।.

অথচ কী আশ্চর্য্য, বড় খোকা ঘাম জড়িয়েছে নির্ঘুম। .

দিবা-রাত, মাস, বছর, যুগ ও কাল।.

কিন্তু সূর্য্য ওঠেনি খোকার আকাশে কখনো।.

এটাই হয়তো ভাগ্য- না হয় কদাকার নেহাত অভিশাপ ছিল।.

 . .

ডে-নাইট-নিউজ /

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ