• ঢাকা
  • বুধবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লোভ রয়


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:২৬ পিএম;
লোভ রয়
লোভ রয়

লোভ রয়.

মিজানুর রহমান মিজান.

 .

এ দুনিয়া খেতে চায়.

খাবার নাহি সময় পায়.

তার আগেই চলে যেতে হয়।।.

তবু করে খাই খাই.

যা পায় তার অধিক চাই.

কত ফন্দি কত ধান্ধা, নাই তো সময়।।.

হারাম-হালাল বুঝে না.

অন্যের আনতে চিন্তা না.

হলেই হল যাই হোক সঞ্চয়।।.

জমাল সম্পদের পাহাড়.

ভোগের আগেই ত্যাগ যার.

পরের ধনে নিত্য লোভ রয়।।.

হয়নি তার নিজ ভাগে.

অন্যের ভাগ চায় ভোগে.

মরণ কথা স্মরণ নাই মনে হয়।।.

লেখক মিজানুর রহমান মিজান, প্রতিষ্ঠাতা ও পরিচালক চান মিয়া স্মৃতি পাঠাগার, রাজাগঞ্জ বাজার , বিশ্বনাথ, সিলেট।. .

ডে-নাইট-নিউজ /

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ