স্বাধীনতার মানে।.
মোঃ মাহফুজ রেজা.
**************.
প্রশ্ন করেছিলুম তাকে.
বলতো, স্বাধীনতা বলে কা কে?.
ভুরূ কুঁচকে ব্যথাতুর মনে বলে,.
বাপু রাখ তো ও সব,খাইনি আজ.
দু দিন ধরে,পারলে কিছু খাবার দাও।.
তোমার স্বাধীনতা ধূয়ে তুমি পানি খাও।.
তিন বেলা খাবার পেলে লেঠা যায় চুকে.
স্বাধীনতার মানে, বুঝবে কি উজবুকে?.
জঠর জ্বালায় জ্বলে পুড়ে মরে যে জন.
স্বাধীনতার মানে শুধাও তাকে?.
এর চেয়ে আহাম্মক আর বলি কা কে?.
ধিক ধিক ধিক শত ধিক দেই.
গৃহহীন মোরা,নেই কোন কাজ.
মোদের কাছে স্বাধীনতার মানে নেই।.
স্বাধীনতা বুঝে বিলাসী বাবুর দল।.
মোরা খাবারের খোঁজে করি সদা কোলাহল।.
কোন মতে খাবার যদি জুটে.
সদা গম্ভীর এই মুখে বাবু তখনই হাসি ফুটে।.
আগে তো যারা গৃহহীন তাদের দাও ঠাঁই.
খাদ্য হীনের খাবারের কর হাল অতঃপর.
শুধাও স্বাধীনতার মানে,.
জটপট করে বলে দিব- স্বাধীনতার মানে.
আকাশে ডানা মেলে উড়ে মুক্ত বিহঙ্গ.
ও ই ভাল জানে।.
------ রেজা।. .
ডে-নাইট-নিউজ / মোঃ মাহফুজ রেজা
আপনার মতামত লিখুন: