
কক্সবাজার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ৮ এপিবিএন আর্মড ব্যাটালিয়ন পুলিশ। মঙ্গলবার ঐতিহাসিক ০৭ ই মার্চ দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে সকাল ০৯:৩০ ঘটিকায় উখিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে ৮ এপিবিএন পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।.
ওই সময় উপস্থিত ছিলেন,৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক, অ্যাডিশনাল ডি'আই'জি মোঃ আমির জাফর, বিপিএম, সহ-অধিনায়ক পুলিশ সুপার,খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার,উক্য সিং সহ অত্র ব্যাটালিয়নের অন্যান্য অফিসারবৃন্দ।.
আজ ঐতিহাসিক ৭ মার্চ। ৫০ বছর আগে ১৯৭১ সালের এই দিনে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ১৯ মিনিটের এক জাদুকরি ভাষণে বাঙালি জাতিকে স্বপ্নে বিভোর করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর সশস্ত্র মুক্তিযুদ্ধ ৯ মাসের লড়াই এবং স্বাধীনতা অর্জিত হয়।.
রাজনীতি বিশেষজ্ঞদের মতে, পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আর থাকা যাবে না—এ ধারণা বাঙালির মনে প্রতিষ্ঠিত হয়ে পড়েছিল ৭ মার্চের আগেই। ফলে স্বাধীনতাতেই সমাধান দেখছিল আপামর জনতা। প্রশ্ন ছিল কীভাবে সেই স্বাধীনতা অর্জিত হবে? ৭ মার্চ বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু প্রথমবারের মতো স্বাধীনতাসংগ্রামের রূপরেখা দেন। এ ভাষণে জাতিকে মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বানের পাশাপাশি ছিল দিকনির্দেশনাও।.
সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এদিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশা আল্লাহ।.
ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসানঃ-
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: