অনিশ্চয়তা
মিজানুর রহমান মিজান.
আমি ক্লান্ত,শ্রান্ত , বেদনার্থ
দর্শনে বীভৎস চেহারা অন্যায় , অবিচার
চাই শান্তি , সৌহার্দ্যের মেলা অবিরাম
কেউ বলে অহংকারী,বদরাগী
কারো মতে চুপচাপ ভীষণ রিজার্ভ
আঁধারকে মাড়িয়ে চলি
শৈশব , কৈশোর ,যৌবন নির্দিষ্ট ছকে বাঁধা
তবুও গন্তব্যে যেতে দ্বিধাগ্রস্থ
অগোছালো , এলোমেলো।
স্বীকার করি ব্যর্থতা
ক্লান্তির অচলায়তন বিস্তর
জীবনটা পানসে একদম
বিরক্তির চরম সীমানায়।
ভালবাসার মানুষটার বুকে মাথা
রাখার অবকাশ নেই
আজীবন অনিশ্চয়তা।
লেখক মিজানুর রহমান মিজান সম্পাদক দীপ্তি বিম্বনাথ সিলেট।
.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: