• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

অবেলা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:১৩ পিএম;
অবেলা
অবেলা

মিজানুর রহমান মিজান.

____________________________.

একা আসা একা যাওয়া ভবের খেলা.

 .

কত এলেন কত গেলেন সবই একেলা।।.

 .

যিনি পাঠালেন তিনি নিবেন এটাই নিয়ম.

 .

আসা যাওয়া মধ্যে চাওয়া হঠাৎ ফুরায় দম.

 .

সময় হলেই যেতে হবে ফেলে ভবের মেলা।।.

 .

কত হয় অত্যাচারী, শক্তি গায়ে দিনেক চারি.

 .

স্থায়ী নয় দুনিয়াদারী, কতজনের আহাজারী.

 .

অত্যাচারের বোঝা ভারী, যায় না নিষ্ফলা।।.

 .

শুধু করে খাই খাই, সঞ্চারীতে পাই পাই.

 .

ভোগ করে সবাই, আনন্দ ফুর্তিতে কাটাই.

 .

দায় দেনার ভাগ নেয় না কেহ বিদায় বেলা।।.

 .

নির্যাতীতের কান্দন, হয় সদা বরিষণ.

 .

আসলে সমন, দেখে শুধু বদন.

 .

সকলই ব্যস্ত সব দিয়ে ক্ষান্ত নাই কেহ অবেলা।।.

.

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজা

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ