অমান্যে চলন
মিজানুর রহমান মিজান.
গায়ের জোরে কাড়ে অন্যের ধন
মিথ্যা ছলনা দিয়ে করে নির্যাতন।।
মিথ্যায় খায়রে হাবুডুবু
উদ্দেশ্য বানাবে জবুতবু
সত্যতো সত্যই তবু প্রভু
মরে না সত্য কথন।।.
পাইয়া নিরীহ একেলা
গান গায় কদর্য সুরেলা
অসত্যকে বানায় মালা
পাপিষ্ট যখন তখন।।
লোভ হিংসায় আকণ্ঠ নিমজ্জিত
পরনিন্দায় জ্বালায় বাতি অবিরত
প্রতিহিংসার চাবুক মারে শত
অতৃপ্ততায় ভোগে দুর্জন।।.
হৃদয়ে কয়লার কালো
অন্তর মোটেই নয় ভালো
জপনাম তার আগুন জ্বালো
বেলা অবেলা অমান্যে চলন।।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: