উম্মুক্ত
মিজানুর রহমান মিজান .
যে বাঁধনে হলাম আবদ্ধ
হই কেমনে তা থেকে মুক্ত।।
আছি বাঁধা বন্ধনের বাহুডোরে
মায়া মমতা ভালবাসার প্রীতিডোরে
মান্য অমান্য বুঝা না বুঝার ভক্ত।।
প্রভাবিত, নিয়ন্ত্রিত হই অজানা কি জানা
শৃঙ্খলিত বৃত্তের বাইরে অপ্রভাবিত থাকা যায় না
শত প্রচেষ্টায় হতে পারি না মুক্ত।।
আকাশের তারা গুণার ইচ্ছা নেই
নদীর গভীরতা পরিমাপের প্রত্যাশা নেই
বড়লোক হবার উচ্চাশা নেই
ক্ষুদ্র পিপিলিকার রাজত্বই উপযুক্ত।।
চাঁদকে ছুয়ে দেখার অভিলাষ নয়
জল পরিমাপক যন্ত্র প্রত্যাশা নয়
আছে একটা ভগ্ন হৃদয় উম্মুক্ত।।
.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: