• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

একথা নিশ্চিত হবার, উজান ভাটি যতই বাও


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:২৬ পিএম;
একথা নিশ্চিত হবার, উজান ভাটি যতই বাও
একথা নিশ্চিত হবার, উজান ভাটি যতই বাও

 .

হিসাব দাও.

মিজানুর রহমান মিজান.

 .

মানুষের চোখের জল, মোটেই যায় না বিফল.

যদি কষ্ট দাও, চোখের জল ঝরাও।।.

মানুষ হচ্ছে শ্রেষ্ঠজাতি, যদি ঘটাও দুর্গতি.

কষ্টে দেয় অভিশাপ অতি,দু:খের বুঝা মাথায় নাও।।.

অন্যের দু:খে রাখ চিন্তা, লাঘব হবে ব্যথা.

দয়ালের দয়ার কথা, স্মরণে তরী চালাও।।.

করলে অন্যায় অনাচার, একদিন প্রাপ্তি ঘটবে সবার.

গায়ের শক্তি নহে স্থায়ী,অন্যকেহ নহে দায়ী.

যেভাবেই হও সঞ্চয়ী, বেলাশেষে যার যার হিসাব দাও।।.

 . .

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ