এমন যদি হ'ত।.
*********.
জেলখানাতে কয়েদী নাই.
রক্ষীরা সব বেকার,.
রেলের টিকেট সবাই কাটে.
নেই তো কোন চেকার।.
পুলিশ এবং আমলারা কেউ.
খাচ্ছে না আর ঘুষ,.
বে- ইমানদার নেই তো কেহ.
ফিরছে সবার হুঁশ।.
ধনী- গরীব সকলের আজ.
ইমান পুরো খাঁটি,.
অসৎ লোক সৎ হয়ে.
আজ জীবন পরিপাটি।.
রাজনীতিবিদ হিংসা ছেড়ে.
আম জনতার লোক,.
সুদ খোরেরা সুদ নিতে.
হয় না চিনে জোঁক।.
হাসপাতালের সেবক রা সব.
সেবা নিয়েই ভাবে,.
মাতাল গুলো যুক্তি করে.
ছাঁই পাস না খাবে।.
চরিত্র হীন লোক টি ভাবে.
তার ঘরেতে ও বোন,.
এমন পাপে আর যাব না.
কান মেলছি- শোন।.
ছেলে মেয়ে বাবা মায়ের.
থাকছে অনুগত,.
দিবা রাতি তাদের সেবায়.
রয় যে সদা রত।.
চোর ডাকাত তারাও ভাবে.
দু দিনের এই ধরায়,.
কি বা লাভ পরের ধনে.
নিজের ঘর ভরায়?.
ঘৃণিত এই পাপ কর্ম.
করব না আর ভাই,.
সরল সঠিক পথ ধরিব.
ভুল পথে আর নাই।.
ধর্ম যাহার যেটা ই থাকুক.
সকলে ভাই ভাই,.
এমন একটি সুস্হ সমাজ.
প্রত্যাশা,কার নাই?.
.
------ রেজা।. .
ডে-নাইট-নিউজ / মাহফুজ রেজা
আপনার মতামত লিখুন: