কথা বলার আচরণেতে.
মিজানুর রহমান মিজান.
থাকবো না কেউ জগতে.
একদিন মরিব, হবে মরতে।।.
লোভ লালসায় মজিলাম অযথা.
সচেতন হয়ে ভাবলাম না একবারতা.
হিংসা, অহংকারে পা ফেললাম মাটিতে।।.
প্রতারণা করতে আছি সদা নিমগ্ন.
যেমনে পারি সঞ্চিতে অচৈতন্য.
লাজ লজ্জা ভাবিনা থাকি কৌশলেতে।।.
গায়ের জোর মুখে বল, জনবল.
দুর্বল নিরীহ মারব আছেতো নানা ছল.
জুডি নাই আমার মতো কথা পাল্টাতে।।.
এতো মিথ্যা কেমনে বলে.
সেকেন্ডে সুর পাল্টে ফেলে.
শক্তি নিয়ে কথা বলার আচরণেতে।।.
২/১০/২১ইং-জয়নগরের কুঠির হতে.
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান
আপনার মতামত লিখুন: