• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কথা বলার আচরণেতে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৪ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:৩৮ পিএম;
কথা বলার আচরণেতে
কথা বলার আচরণেতে

কথা বলার আচরণেতে.

মিজানুর রহমান মিজান.

থাকবো না কেউ জগতে.

একদিন মরিব, হবে মরতে।।.

লোভ লালসায় মজিলাম অযথা.

সচেতন হয়ে ভাবলাম না একবারতা.

হিংসা, অহংকারে পা ফেললাম মাটিতে।।.

প্রতারণা করতে আছি সদা নিমগ্ন.

যেমনে পারি সঞ্চিতে অচৈতন্য.

লাজ লজ্জা ভাবিনা থাকি কৌশলেতে।।.

গায়ের জোর মুখে বল, জনবল.

দুর্বল নিরীহ মারব আছেতো নানা ছল.

জুডি নাই আমার মতো কথা পাল্টাতে।।.

এতো মিথ্যা কেমনে বলে.

সেকেন্ডে সুর পাল্টে ফেলে.

শক্তি নিয়ে কথা বলার আচরণেতে।।.

২/১০/২১ইং-জয়নগরের কুঠির হতে.

.

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ