কবিতা-ভাল মানুষ.
কবি-মিজানুর রহমান মিজান.
তারিখ-১১/২/২২খ্রি:।.
ভাইবোন বন্ধুরা তোমাদেরকে বলি.
ভাল মানুষ হবে সন্তান দেখো চোখ খুলি।।.
আদর সোহাগ যত্ন নিবেন সচেতনতায়.
ফাঁকি দিলে বুঝান তারে নির্জন নিরালায়।।.
রোজ সকালে উঠার অভ্যাস দেন শিখিয়ে.
মিথ্যা বলা মহাপাপ বলুন বুঝিয়ে ।।.
নজর রাখুন ভাল বন্ধুর হয় যেন সহচর.
দুষ্টুদের কাছ থেকে ফিরান তারে অতি সত্তর।।.
অহংকার লোভ পতনের মুল এ কথাটি সত্য.
হিংসা নিন্দা পরিহারে থাকে যেন সর্বদা মত্ত।.
অলসতায় দারিদ্রতা পরিশ্রমে ধন.
সঙ্গ ভাল নির্বাচনে যদি হয় সুজন।।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: