কবিতা-শেষ বেলা.
কলমে-মিজানুর রহমান মিজান.
তারিখ-২২/৭/২২খ্রি:.
.
ধনীর খাবার কোরমা পোলাও.
গরিবের নাই ভাঙ্গা নাও.
ক্ষুধার জ্বালায় দু:খ বার মাস।।.
আয়েশে দিন কাটায় ধনী.
গরিবের চালে ধরেনা পানি.
ভাগ্যহারা বলে অনেকে করে উপহাস।।.
অনেকের মায়াহীন পাষাণ মন.
চিত্তে বিত্তে নাহি বন্ধন.
ভুলোমন জয়ধ্বনি উল্লাস।।.
সুযোগে সাজে সমাজ সেবক.
সকল কথায় মারে ধমক.
মারে লাথি শেষ বেলা।।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: