• ঢাকা
  • শনিবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কাঁচা ঝাল


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০২ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৫২ পিএম;
কাঁচা ঝাল
কাঁচা ঝাল

কাঁচা ঝাল।.

*********.

কাঁচা ঝালের দাম বেড়েছে.

ফুঁসছে জনগন,.

কাঁচা ঝালের কদর বেশী.

নিত্য প্রয়োজন।.

শাক সবজি ভর্তা ভাজি.

হরেক পদের রান্না,.

কাঁচা ঝালের হয় প্রয়োজন.

কে বা তাহা চান না?.

কিন্তু জনাব চাইলে কি আর.

মন তাতে ভরে?.

গরীব দুঃখী মূল্য জিগায়.

কিনতে নাহি পারে।.

আসুন এবার হিসেব মিলাই.

কেন এমন দশা?.

অনেক জমি অনাবাদি.

হয় না তাহা চষা।.

যার যে টুকুন জমি আছে.

কাজে লাগান সবে,.

শাক,সবজি, মরিচ মূলোর.

অভাব মিটবে তবে।.

এই পন্য টি পচনশীল ও.

সিন্ডিকেট কই ক্যান?.

উৎপাদন নেই তবুও মোরা.

করতেছি ঘ্যান ঘ্যান।.

----------- রেজা।. .

ডে-নাইট-নিউজ /

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ