হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ চোরাচালান, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, হত্যা, ধর্ষণ, ডাকাতি, চুরি এবং স্পর্শকাতর মামলা সমূহের ক্লু উদঘাটন, দাগী আসামি গ্রেফতার, বিট পুলিশিং কার্যক্রম জোরদার করাসহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় হবিগঞ্জ জেলার মধ্যে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হককে জেলার শ্রেষ্ঠ ওসি পদকে ভূষিত করা হয়। পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক কল্যান ও অপরাধ সভায় ভালো পারফর্মেন্সের পুরস্কার হিসেবে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে থানার ওসি রাশেদুল হক এর হাতে ক্রেষ্ট এবং সনদ তুলে দেন জেলার পুলিশ সুপার এসএম মুরাদ আলি পিপিএম।.
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমা সহ জেলার সার্কেল অফিসার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।.
থানা সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রয়ারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে রাশেদুল হক যোগদান করেন। তিনি থানায় যোগদানের পর চোরাচালান প্রতিরোধ, জুয়া, চুরি, ডাকাতি, অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে তার নেতৃত্বে চুনারুঘাট থানা পুলিশ শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত চুনারুঘাট উপজেলায় মাদক বিরোধী অভিযানে ২৪৭ কেজি ৫০০ গ্রাম গাজা, ২৪৪ পিস ইয়াবা, ভারতীয় মদ ৭ বোতল, চোলাই মদ ৫ লিটারসহ ২৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন এবং ২৪টি মামলা হয়েছে। এসব মাদক উদ্ধারে সিজার মূল্য ২৬ লাখ ১ হাজার দুইশ টাকা।.
এছাড়া মাদক বহনে ২টি অটোরিকশা, ২টি সিএনজি, ১টি টমটম ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।.
এ সব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক বলেন, চুনারঘাট উপজেলায় মাদকমুক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং গত মাসে জেলায় সর্বোচ্চ মাদক উদ্ধার করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি এবং চুনারুঘাটবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় আমরা ভাল কাজের স্বীকৃতি পেয়েছি। এ অর্জন আমরা তিনজনের নয়, এ অর্জন চুনারুঘাট থানার সকল পুলিশ সদস্যদের, যাঁদের সার্বিক প্রচেষ্টায় এবং টিম ওয়ার্কের মাধ্যমে ভাল কাজের স্বীকৃতি অর্জিত হয়েছে।.
এছাড়াও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন একই থানার এসআই লিটন রায়, ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই উত্তম কুমার ঘোষ। উল্লেখ, এর আগে হবিগঞ্জ জেলাও সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন রাশেদুল।. .
ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:-
আপনার মতামত লিখুন: