• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরের কমলনগরে তুচ্ছ ঘটনায় নিহত ১


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৫১ পিএম;
লক্ষ্মীপুরের কমলনগরে, তুচ্ছ ঘটনায় নিহত ১
লক্ষ্মীপুরের কমলনগরে তুচ্ছ ঘটনায় নিহত ১

নাসির মাহমদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি) : কমলনগরে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া  করতে গিয়ে প্রতিবেশী মনির হোসেনের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে মাথায় মারাত্মক আগাতপ্রাপ্ত হয়ে আবুল হোসেন (৬৫)  নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। .

 .


সোমবার সন্ধ্যায় উপজেলার চর লরেন্স ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড নবিয়ারগোজ এলাকার খতিজার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। বৃদ্ধার এমন মর্মান্তিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শোকের মাতম বিরাজ করছে নিহতের পরিবারে।
 স্থানীয়রা জানান,  নিহতের পরিবার ও অভিযুক্ত মনির হোসেন পাশাপাশি বাড়ির বাসিন্দা।  পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে দুই পরিবারের নারীদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি লেগেই থাকতো।  সোমবার বিকেলে নিহতের মেয়ে মুন্নী আক্তারের সাথে অভিযুক্ত মনির হোসেনের স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। পরে নারীদের মধ্যের ঝগড়াঝাটির সাথে পুরুষরাও জড়িয়ে পড়ে। এরই জেরে মৃত্যুর ঘটনাটি ঘটে। .

 .


নিহত আবুল হোসেনের মেয়ে মুন্নী আক্তার জানান, সোমবার মনির হোসেনের স্ত্রীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার আছরের নামাজ পড়তে গেলে মনির ক্ষুব্ধ হয়ে আমার বাবাকে একা পেয়ে উপর্যুপুরি কিল ঘুসি মারতে থাকে। একপর্যায়ে স্বজোরে ধাক্কা দিলে বাবা মাটিতে লুটিয়ে পড়ে মাথায় মারাত্মক আগাত পান। মাথা এবং মুখে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা বাবাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে রেফার করেন। পরে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তিনি বলেন, আমার বাবাকে পরিকল্পিতভাবে মনির হত্যা করেছে। আমি আমার বাবা হত্যার বিচার চাই। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। .

 .


এদিকে ঘটনার পর থেকে ঘাতক মনির হোসেন পলাতক রয়েছেন। পেশায় রিকশাচালক মনির হোসেন ঢাকার বাসিন্দা হলেও এলাকার এক ভিক্ষুক নারীকে বিয়ে করে বিগত ১৫ বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছেন।ঘাতক মনিরের মেয়ে বৃষ্টি আক্তার আক্তার জানান, তার বারাকে আবুল হোসেন আগে ইট দিয়ে আঘাত করেছেন। পরে জেদের বসত তিনি তাকে ধাক্কা মারেন। তবে এভাবে আবুল হোসেনের মৃত্যু হবে বাবা জানতেন না।.

 .


কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।.

 . .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ